zunayed evan post
আমার জীবনে তোমার চলে যাওয়াটা দরকার ছিল। তুমি যখন ছিলে আমি তোমাকে পেয়েছিলাম কিন্তু ভালোবাসতে পারিনি। সারাক্ষণই মনে হয়েছিল তোমাকে আর নতুন করে পাবার কী আছে ! ‘ তুমি তো আছোই’ এই নিশ্চিন্ত বাক্যটি আমাকে, তোমাকে ভালবাসতে দেয়নি। সমুদ্র পাড়ের মানুষ গুলোকে দেখবে সমুদ্রে নামে না। সারাক্ষণ চোখের ভিউতে সমুদ্র থাকলে সেটা এক সময় নর্দমায় পরিণত হয়। ‘তাকালেই তোমাকে দেখা যাবে’ এই নিশ্চিন্ত বাক্যটি তোমার প্রতি আমার মুগ্ধতা কেড়ে নিয়েছে! তোমার মনে আছে প্রথম প্রথম কেমন হা করে তাকিয়ে থাকতাম আমি ? সারাক্ষণ তোমাকে দেখে দেখে আমার সেই ‘হা’ করা মুখটা স্বাভাবিক হয়ে গেল ! তুমি যখন ছিলে তখন তোমাকে না পাওয়ার কষ্ট ছিল না। তোমাকে ভালোবাসার জন্য এই কষ্টটা আমার দরকার ছিল। খুব দরকার ছিল। তুমি চলে যাবার পর আমি দিনরাত তোমার কথা ভেবেছি। না খেয়ে না ঘুমিয়ে নিজেকে কষ্ট দিয়ে অভিমান করে নালিশ করেছি অনেক। আমার এই আবেগটা এতকাল কই ছিল!! আমার জীবনে তোমার চলে যাওয়াটা দরকার ছিল। যে তোমাকে পাবে সে ভালোবাসা পাবে না। যে ভালোবাসা পাবে সে তোমাকে পাবে না। আমি বরাবরই ভালোবাসার কাঙ্গাল। এই একটা জিনিস বুঝতে আমার অনেক