Posts

zunayed evan post

Image
আমার জীবনে তোমার চলে যাওয়াটা দরকার ছিল। তুমি যখন ছিলে আমি তোমাকে পেয়েছিলাম কিন্তু ভালোবাসতে পারিনি। সারাক্ষণই মনে হয়েছিল তোমাকে আর নতুন করে পাবার কী আছে ! ‘ তুমি তো আছোই’ এই নিশ্চিন্ত বাক্যটি আমাকে, তোমাকে ভালবাসতে দেয়নি। সমুদ্র পাড়ের মানুষ গুলোকে দেখবে সমুদ্রে নামে না। সারাক্ষণ চোখের ভিউতে সমুদ্র থাকলে সেটা এক সময় নর্দমায় পরিণত হয়। ‘তাকালেই তোমাকে দেখা যাবে’ এই নিশ্চিন্ত বাক্যটি তোমার প্রতি আমার মুগ্ধতা কেড়ে নিয়েছে! তোমার মনে আছে প্রথম প্রথম কেমন হা করে তাকিয়ে থাকতাম আমি ? সারাক্ষণ তোমাকে দেখে দেখে আমার সেই ‘হা’ করা মুখটা স্বাভাবিক হয়ে গেল ! তুমি যখন ছিলে তখন তোমাকে না পাওয়ার কষ্ট ছিল না। তোমাকে ভালোবাসার জন্য এই কষ্টটা আমার দরকার ছিল। খুব দরকার ছিল। তুমি চলে যাবার পর আমি দিনরাত তোমার কথা ভেবেছি। না খেয়ে না ঘুমিয়ে নিজেকে কষ্ট দিয়ে অভিমান করে নালিশ করেছি অনেক। আমার এই আবেগটা এতকাল কই ছিল!! আমার জীবনে তোমার চলে যাওয়াটা দরকার ছিল। যে তোমাকে পাবে সে ভালোবাসা পাবে না। যে ভালোবাসা পাবে সে তোমাকে পাবে না। আমি বরাবরই ভালোবাসার কাঙ্গাল। এই একটা জিনিস বুঝতে আমার অনেক

Zunayd Evan's post.

Image
সাধারণত মেয়েরা যখন কোন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সে শুধু মাত্র নিজেকে এবং তার ভালোবাসার মানুষটিকে নিয়ে চিন্তা করে না। একটা কিশোরী মেয়েও সম্পর্কে জড়ালে 'সে একদিন স্ত্রী হবে' এই চিন্তা থেকেও বেশি চিন্তা করে ' সে একদিন মা হবে' । তাদের একটি সংসার হবে। ছোট জানালা হবে। জানালার পর্দা কেমন হবে ভাবে সে। বাবুকে স্কুলে নিয়ে যাবে। বাবু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে; বাবা অনেক রাত করে ফেরার সময় তার জন্য একটা কিছু নিয়ে এসেছে; সে রাগ করে থাকলে বাবুর বাবা পাতার বাঁশি বাজিয়ে রাগ ভাঙ্গাবে- এরকম একটা দৃশ্য কল্পনা করাই হল মেয়েদের প্রেম। ছেলেরা ভাবে তার রাজকন্যা নিয়ে। তাদের রোমান্টিকিজম কল্পনায় সে এবং তার ভালোবাসার মানুষটি ছাড়া আর কেউ থাকে না। অন্য কিছু থাকে না। মেয়েরা ভাবে রাজপ্রাসাদ নিয়ে। তাদের রোম্যানটিজম কল্পনায় সংসারের বাজার, বাবুর খেলনা, চা বানানো , খাবার ঘরটা কীভাবে সাজাবে, বৃষ্টি রাতে খিচুড়ি রাঁধা সব কিছু জায়গা করে নেয়। মেয়েরা মোগল সাম্রাজ্যের রাজপ্রাসাদ চায় না। নালা পাড়ার নোংরা বাড়ীটাও তাদের ছোঁয়ায় এক সময় রাজপ্রাসাদ হয়ে যায়। কোন কারণে সম্পর্কটি ভেঙ্গে গেলে ছেলেরা মেয়েটিকে হারায় আর মেয়

zunayd Evan from Ashes band.

Image
কাছের মানুষকে একটা পর্যায় পর আর বুঝে উঠতে পারছেন না। খুব চেনা মানুষটাকে হঠাৎ হঠাৎ খুব অচেনা মনে হয়। কেন জানেন ? আমরা শুধু মানুষটার সচেতন মনটাকেই জানতে চাই ; অবচেতন মন কে না। এখানেই আমরা সব থেকে বড় ভুলটা করে ফেলি। ফ্রয়েড তত্বে আছে, আপনি সচেতন ভাবে যা করছেন তাও আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে অবচেতন মন। অবচেতন মন আদর চায়। আশ্রয় চায়। আকাশ কুসুম স্বপ্নে নিজেকে কখনো রানী এলিজাবেথ কখনো বিল গেটস কখনো রুপালী পর্দার তারকা বানিয়ে ফেলে। পকেটে দশ টাকা নিয়ে বেকার যুবক বসে থাকে হেলিকাপ্টারে। মাজার গেটের ভিক্ষুক ঝিম মেরে চা খায় ওয়াইট হাউসে। কড়া লিকারের চা ভুলিয়ে দেয় কড়া রোদের কথা। কষ্ট পেয়ে আনন্দ পাবার রোগটাও এখান থেকে আসা।  আকাশ কুসুম চিন্তা করা এই মনটা বাস্তববাদী না।  একারণেই মানুষের একটা মন সব সময় কষ্ট পেতে ভালোবাসে। দুখী দুখী মন নিয়ে চুপচাপ থাকতে পছন্দ করে। সে বড় অভিমানি। কেউ চলে গেলে তাকে ফেরাবে না। একা একা কষ্ট পাবে। না খেয়ে থাকবে। তার না খাবার সংবাদ শুনে সে কষ্ট পাবে। এতে এক ধরনের আনন্দ আছে। সে হাত কাটবে। প্রিয় জিনিস ছুঁড়ে ফেলে দিবে। বিসর্জন হল। বিসর্জনে এক ধরনের আনন্দ আছে। আপনি তাকে কে
Image
 Hi guys, Today I am going to share something intersting with you.Do want to earn with online?Do you want to be a freelancer?Do you know actully you can.You just need to know little English and interest. SEO-Search Engine Optimization is the best way for you.Be an SEO expert and earn as you want.